blog

সাতানীপাড়া সমাজ কল্যাণ সংঘ কর্তৃক ২০তম মেধাবৃত্তি পুরস্কার বিতরণী

June 23, 2024

সাতানীপাড়া সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত ২০তম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম টিচার্স প্রশিক্ষণ কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাবা দিলরুবা আক্তার, সংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোঃ জিয়া গিয়াস উদ্দিন মোহন, সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ গোলাম নবী চৌধুরী দুলাল,

ইউনাইটেড ট্রাস্ট এর ফেনী জেলার কো-অর্ডিনেটর জনাব মোঃ ফয়সল ভূঁইয়া।

সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ আশরাফ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, সাখাওয়াত হোসেন,

বর্তমান কমিটির সমন্বয়ক ও উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন ও মোঃ নূরুল হাসান চৌধুরী রিয়াত, এলাকার সম্মানিত মুরুব্বী বৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং সংঘের সকল সদস্যগণের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ ।

Share this:

user

Author: Faisal Bhuiyan

<p>I am Lion MD. Faisal Bhuiyan, I hold the position of Area Coordinator, Feni at <strong>"United Trust" (United Group)</strong> &amp; serve as the&nbsp; Hospital In-charge of "<strong>Wahidur Rahman Sasthokendro</strong>". I'm Chairman of "<strong>Payra Youth Society</strong>", (Govt. Approved Youth Society-যুউঅ/ফেনী-৭০).<br><br>I'm Proudly Member of Lions Clubs International, ID: 5667001 as a Tamer... Read More