তালুকদারের চোখে ফেনীর ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল আমাদের গর্ব
June 18, 2024
তিনি তখন নামাজ পড়ছিলেন...
ফেনীর ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল আমাদের গর্ব
২০১৪ সালের পহেলা সেপ্টেম্বর ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে চালু হয় ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের খন্দকার বাড়ির আঙিনায় বাবার নামে হাসপাতাল গড়ে তুলেছেন খন্দকার মইনুল আহসান শামীম।
এখানে রয়েছে অপারেশেনের জন্য চক্ষু ইউনিটে রয়েছে ২১টি বেড। ছাগলনাইয়া উপজেলা ছাড়াও চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন পার্শবর্তী জেলার মিরসরাই, রামগড়, ফটিকছড়ির মানুষ।বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে খুশি রোগী ও স্বজনরা।
তাদের একজন মোঃ আবুল বশর। বয়স ৫২ বছর। দীর্ঘদিন চোখের সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। চট্রগ্রাম মিরেরশরাই উপজেলার বাসিন্দা আবুল বশর পেশায় কাঠ ব্যাবসায়ী। (২৯ মে শনিবার) বিকেলে যখন তাকে দেখতে যাই তিনি তখন হাসপাতালের বেডে নামাজরত অবস্থায়।
নামাজ শেষে কথা হয় তার সাথে তিনি জানান, ২১ হাজার টাকা খরচ করে আমার স্ত্রীর চোখের অপারেশন করছি চট্রগ্রামের একটি নামি-দামি হাসপাতালে বছর কয়েক আগে। এখন নিজের চোখেও সমস্যা বাড়ির পাশের একজনের কাছে খবর পেয়ে ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল এসে ৪০ টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছি, আজ আমার অপারেশন হবে বিনামূল্যে।
এতে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই হাসপাতাল আমাদের এলাকার পাশে এটি আমাদের গর্ব।আবুল বশরের মতো আরো অনেকের আজ অপারেশন হবে চোখের। এমন গল্প আছে আরো অনেক রোগীর।
কথা হয় ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ ফয়সাল ভূইয়ার Mohammad Faisal Bhuiyan সাথে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ নামকরা চিকিৎসকরা বক্ষব্যাধি, কিডনি, গাইনি, শিশু, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও চক্ষুসহ প্রায় সব ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র দিচ্ছেন এখানে। গরিব ও অসহায়দের জন্য রয়েছে বিনামূল্যে ওষুধ।
তিনি আরো জানান, ইউনাইটেড ট্রাস্টের অর্থায়নে এখানে গড়ে উঠেছে স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠান, দারিদ্র বিমোচন প্রকল্প, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান। গাইনি,শিশুসহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোর সেবায় বিভিন্ন বিভাগের ডাক্তার ব্যবস্থাপত্র দিয়ে থাকেন।রোগ নির্ণয়ে রয়েছে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি। এ ছাড়া শিশু বিভাগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চক্ষু পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি মেডিকেল চেকআপসহ নিয়মিত চিকিৎসা সুবিধা রয়েছে।
মুহাম্মদ দুলাল তালুকদার
৩০ মে ২০২১
Author: Faisal Bhuiyan
<p>I am Lion MD. Faisal Bhuiyan, I hold the position of Area Coordinator, Feni at <strong>"United Trust" (United Group)</strong> & serve as the Hospital In-charge of "<strong>Wahidur Rahman Sasthokendro</strong>". I'm Chairman of "<strong>Payra Youth Society</strong>", (Govt. Approved Youth Society-যুউঅ/ফেনী-৭০).<br><br>I'm Proudly Member of Lions Clubs International, ID: 5667001 as a Tamer... Read More
Recent Posts
কীভাবে একটি সফল স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবো?
Faisal Bhuiyan
June 18, 2024
সামাজিক অবক্ষয় দূরীকরণে সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা?
Faisal Bhuiyan
June 18, 2024
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস
Faisal Bhuiyan
June 18, 2024
বায়তুস সালাম জামে মসজিদে ইউনাইটেড ট্রাষ্টের অনুদান
Faisal Bhuiyan
June 18, 2024
ফেনীতে আলো ছড়াচ্ছেন ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল
Faisal Bhuiyan
June 18, 2024